UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভপাত অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে গর্ভপাতের অধিকারের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গর্ভপাত নিষিদ্ধ করে যে নতুন আইন হয়েছে, সেই আইনের বিরোধিতা করে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, গর্ভপাতের অধিকার সীমিত করা হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক বলে তারা আশা করেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের ১টি আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে। বিশেষজ্ঞদের ধারণা, বিতর্কিত সেই  আইনে পরিবর্তন আসতে পারে। তবে, চূড়ান্ত রায় আসার অনেক আগে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামেন।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল জানান, ‘গর্ভপাতের অধিকার নিয়ে লড়তে লড়তে আমি অসুস্থ ও ক্লান্ত। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত আইন। সেটি কেউ  আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।’

(ঊষার আলো-আরএম)