UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা, ইয়াবা ও নগত টাকাসহ আটক ৬

ঊষার আলো
মে ১২, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১২ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জ গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০২ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর মহেশ্বরপাশার সোহরাবের ছেলে মোঃ নাজমুল(২৬), আড়ংঘাটা ৭নং ওয়ার্ড পূর্বপাড়া রেল লাইনের পাশে বসবাসরত হায়দার আলীরে ছেলে মোঃ আবু হোসেন(২৩), ঝিকরগাছা পঞ্চনগরের কদম আলী শেখেরে ছেলে সম্রাট শেখ(২৪), ঝিকরগাছা পুরন্দরপুর গ্রামের কামরুল সরদারের ছেলে মোঃ মাসুম সরদার(২৯), দৌলতপুর দেওয়ানা মোল্যা পাড়া এলাকার সুজন হাওলাদারের ছেলে  পারভেজ হাওলাদার হৃদয়(২০) ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নজরুল ইসলামের ছেলে আহসানুল ইসলাম পলাশ(৩৯)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)