UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রবল ঝড়ে ৪ জনের প্রাণহানি

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধায় আজ (রোববার) প্রবল ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে চারজনের প্রাণ হানি হয়েছে। এদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন এবং ফুলছড়ির একজন।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, বিকেল ৪টায় হঠাৎ করে ঝড় শুরু হয়। বিভিন্ন এলাকায় গাছ এবং ঘরচাপা পড়ে অনেকেই আহত হয়েছেন। নিহতরা হচ্ছে, আবদুল গাফফার, জাহানারা বেগম, ময়না বেগম এবং শিউলি আকতার। ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর,পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহ¯্রাধিক ঘর ভেঙে পড়েছে। এমনকি অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের তি হয়েছে। ওই সময় গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।

(উষার আলো-আরএম)