UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ২৪ ঘণ্টায় ১০১ ফিলিস্তিনি নিহত

usharalodesk
জুন ২২, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৬৯ জন।

গত ৮ জুন নুসেইরাত শরণার্থী শিবিরে চার বন্দিকে মুক্ত করতে ইসরাইলি বাহিনী অন্তত ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই ঘটনার পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৫৫১ জন নিহত ও ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ঊষার আলো-এসএ