UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইসরাইল

usharalodesk
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজা উপত্যকায় পঞ্চাশ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরাইল। এ বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান, অবরুদ্ধ গাজা উপত্যকায়  পাঠানোর জন্য রাশিয়ার তৈরী ভ্যাকসিনগুলো ইসরাইলকে দেওয়া হলেও তেলআবিব এগুলো অনুপযুক্ত পরিবেশে রেখেছিলো।

এছাড়াও, ভ্যাকসিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দিয়েছিলো ইসরাইল। রাশিয়ার তৈরি স্পুৎটনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হলে সেফটি টেস্টে দেখা যায়, ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

(ঊষার আলো-আরএম)