UsharAlo logo
সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

pial
জুন ২২, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : গাজীপুরে মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বুধবার (২২ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরো ৩টি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম বলেন, ভোর সোয়া ৫টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরের ১টি, জয়দেবপুরের ৩টি, কাশিমপুর ডিবিএল এর ১টি সহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

(ঊষার আলো-এসএইস)