UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে এক টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড, জানা যায়নি কারণ

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের একটি টেক্সটাইল কারখানার ওয়ার হাউজে অগ্নিকাণ্ডের এক ঘটনা ঘটেছে। আজ রবিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, খবর পেয়ে শ্রীপুর, ভালুকা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

কারখানার সহকারী হিসাবরক্ষক শফিকুল ইসলাম বলেন, গোডাউনে সুতা, প্রস্তুত জিন্স প্যান্ট এবং মেশিন রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)