UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে জুতার কারখানায় আগুন

ঊষার আলো
আগস্ট ৯, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।সোমবার(৯আগস্ট) সকাল ৮টায় সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার ৩য় তলা ভবনের ২য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টায় সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার ৩য় তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে।

(ঊষার আলো-আরএম)