UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে টঙ্গীতে ঝুট গুদামে আগুন

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরে টঙ্গীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে আশপাশের ঝুটের গোডাউন ও বিভিন্ন স্থাপনায় ছড়িয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫ টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড মিল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে ঝুঁকিতে রয়েছে আগুন লাগাল পাশেই থাকা ডিপিডিসির কেন্দ্রীয় ভাণ্ডার। ভাণ্ডারটিতে কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।
টঙ্গী দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আগুন যেন চারদিকে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা আপাতত চারপাশের স্থাপনাগুলো রক্ষার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের কথিত মাজারে মাদকসেবীদের গাঁজার আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

 

(ঊষার আলো- এম.এইচ)