UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

ঊষার আলো
জানুয়ারি ৩, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকার ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, শ্রীপুর বাজার এলাকায় ময়লার স্তূপে ওই নবজাতক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নবজাতক শিশুর পরিচয় জানা যায়নি। নবজাতক ছেলে শিশুর বয়স আনুমানিক একদিন।  তিনি আরও বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ