UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম পছন্দ না হওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।  ২০ ঘণ্টার মধ্যে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানায় তারা।

মাসুরা জাহান, রায়হান আলী, তানজিম আলম, মোহাম্মদ ইউনূস, রাকিব আহসান, ফারদিন আহমদ নামের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানিয়ে আসলে  তারা কোন ব্যবস্থা নেয়নি। আমরা দ্রুত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবি জানাই।

কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন মাষ্টার খাইরুল ইসলাম বলেন,  শিক্ষার্থীদের অবরোধ করার ফলে রাজশাহী টু জয়দেবপুর রেল চলাচল বন্ধ রয়েছে।

ঊষার আলো-এসএ