UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে হাসপাতালে মজনু

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন মজনু মিয়া নামে এক কর্মচারী। তবে বাঘের থাবায় তিনি আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত মজুনকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করে।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেছেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে যায় তখন বাঘ তাকে থাবা দেয়। পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান জানান, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নিচে ক্ষত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তার বাম হাতের কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এম.এইচ)