UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর সিটি মেয়রকে আওয়ামী লীগের শোকজ

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ। রবিবার (৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বিষয়টি জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত চিঠিতে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, কারণ দর্শানোর নোটিসের কপি এখনও হাতে আসেনি। তবে বিকেল ৫টার মধ্য ওই নোটিসের কপি হাতে পাওয়া যাবে।

মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের ১টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ।

(ঊষার আলো-আরএম)