UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 ‘গার্ড অব অনার’ পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ঊষার আলো
জুলাই ১১, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যাওয়ার গুঞ্জন চলছিল। হারারে টেস্টের ৩য় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের কথা জানিয়েছেন । কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা আসেনি।

হারারের টেস্টের ৫ম দিন সকালে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল ও লিটনরা দুই পাশে দাঁড়িয়ে তাকে এই সম্মান জানিয়েছেন।

ওই সময়ে ধারাভাষ্যে ছিলেন শামীম আশরাফ চৌধুরী। তিনি জানালেন, ‘আজ সকালে মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ স্কোয়াডের সিনিয়র ক্রিকেটার ১ম ইনিংসে ১৫০ রান করেছিলেন। তিনি প্রত্যেককে জানিয়েছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এজন্যই তাকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা। এই টেস্টের পর দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না বাংলাদেশ। তার সিদ্ধান্তকেই সম্মান জানিয়ে  গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা।’

(ঊষার আলো-আরএম)