UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

usharalodesk
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরানে বহুল আলোচিত হিজাব আইন প্রত্যাহারের এক সপ্তাহ যেতে না যেতেই এবার প্রত্যাহার করে নেওয়া হলো হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-র উপর নিষেধাজ্ঞা। গত দু’বছর ধরে দেশটিতে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে নিষিদ্ধ করে রাখা হয়েছিল।

মার্কিন গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার ও ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে প্রযুক্তি সম্পর্কে দক্ষ ব্যবহারকারীরা সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এ নিষেধাজ্ঞা এড়িয়ে চলে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ও গুগল প্লের মতো কিছু জনপ্রিয় বিদেশি প্ল্যাটফরমে প্রবেশাধিকার সীমিত করার নিষেধাজ্ঞা তুলে নিতে একটি ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোট গ্রহণ করা হয়েছে।’ এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে এক বৈঠকের কথাও উল্লেখ করেছে ইরনা।

একই সঙ্গে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সত্তার হাসেমির উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, ‘আজ ইন্টারনেট সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।’ ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফরমগুলো ব্যাপকভাবে সরকারবিরোধী প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেন্সরশিপ এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছিল, বিশেষ করে এমন দেশগুলোতে, যেখানে ইন্টারনেট ব্যাপকভাবে সেন্সর করা হয়, যেমন ইরান।

ঊষার আলো-এসএ