UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাড়ির চাপায় সেনা সদস্যর মৃত্যু

ঊষার আলো
মে ১৬, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জ শহরের বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ি চাপায় বেলায়েত গাজী নামের ১ অবসরপ্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু হয়েছে। ১৫ মে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাত ৯ টার দিকে গোপালগঞ্জ শহর বাইপাস সড়কে হাটতে বের হয় শহরের চরনারায়নদিয়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বেলায়েত গাজী (৫৫)। এ সময়ে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে তাকে আহত অবস্থায় স্থানীয়ারা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)