UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

koushikkln
জুলাই ২১, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় সিমেন্ট মিক্সারবাহী ভটভটিতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঠামদরস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা (৩৫), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩০), নিরোধ দাসের ছেলে পরিতোশ দাস (৩৫), মহেশ বিশ^াসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও মালেক শিকদারের ছেলে রেজ্জাক শিকদার (৪০)।

রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্লেস ট্রেনটি শ্রমিক বোঝাই সিমেন্ট মিক্সারবাহী ভটভটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত হয়। আহত হয়েছে কয়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল কালাম জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।