UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পাটকেল বাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

ঊষার আলো
জুন ৪, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫টি দোকান। এতে আহত হয়েছে ১ জন। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ৩ জুন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার বলেন, রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের ডিজেল-পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে দোকান মালিক মিতেশ গোলদার আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

(ঊষার আলো- এম.এইচ)