UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাইক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

ঊষার আলো
ডিসেম্বর ২৮, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের আবু বকর মিয়ার ছেলে মারুফ (৩২) এবং একই উপজেলার ভুয়াতলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মটরসাইকেলে করে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ ও বায়জিদ। পথে ঘন কুয়াশার কারণে মটরসাইকেলটি রাস্তার সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ