UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

usharalodesk
মার্চ ১১, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জে বাসচাপায় বাইজিদ (১৯) নামে ১ শ্রমিক নিহত হয়েছে। আজ ১১ মার্চ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত বাইজিদ উপজেলার ঘোনাপাড়া গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে।
এ ঘটনায় স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কের ২ পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে যায় চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ বলেন, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়ায় বাইজিদ রাস্তা পার হওয়ার সময় যতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

(ঊষার আলো-এম.এইচ)