ঊষার আলো ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার দুপুরে সড়ক দুঘর্টনায় জাহিদুল ইসলাম (৫৪)নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মৃত ইছাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, রংপুর- বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে রংপুরগামী একটি দ্রুতগামী ট্রাক (নং ঢাকা-মেট্রো-ট-১৬-৩৮৩২) রাস্তা পার হওয়ার সময় জাহিদুলকে চাপা দেয়। গুরুতর আহত জাহিদুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে- তবে ড্রইিভার পালিয়ে গেছে।
(ঊষার আলো-এমএনএস)