UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

ঊষার আলো
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান।

বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দুই পুরাকীর্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

ঊষার আলো-এসএ