UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রিড বিপর্যয়: দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

pial
অক্টোবর ১৬, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ( পিজিসিবি)‘র দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে। রবিবারের (১৬ অক্টোবর) মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। একইসাথে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পিজিসিবি’র দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী ও অপরজন উপ-সহকারী প্রকৌশলী।

উল্লেখ্য, গত ৪ অক্টোবরে একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

গত শুক্রবার (১৪ অক্টোবর) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এর পেছনে কারিগরি নয় বরং ব্যবস্থাপনা ত্রুটি ছিল। এজন্য দায়ী সঞ্চালন কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরই অংশ হিসেবে আজ বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করার কথাও বলেছিলেন প্রতিমন্ত্রী।

(ঊষার আলো-এফএসপি)