UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিপিবি’র কমিটি গঠন

usharalodesk
মে ২৫, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির এক জরুরি সভা মঙ্গলবার (২৫ মে) বিকেল ৬টায় পার্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। সভায় ডাঃ মনোজ দাশকে সমন্বয় ও এস এ রশীদ, শেখ আব্দুল হান্নান, এম এম রুহুল আমিন, এইচ এম শাহাদাৎ, মোঃ বাবুল হাওলাদার, নিত্যানন্দ ঢালী সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া পাইকগাছা, কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় কমিটি গঠন করা হয়।

(ঊষার আলো-এমএনএস)