ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ সময়ে আরো ২ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ২২ মার্চ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মানিক আচার্য্য (৬০) ও অপরজনের নাম এখনও জানা যায়নি। আহতরা হলেন- মীরসরাই উপজেলার দূর্গাপুর গ্রামের বিরেন্দ্রের পুত্র শুভ আচার্য্য (৫৭) ও ভুজপুর নারায়নহাট এলাকার শওকত আলমের পুত্র জুবায়ের (২০)।
জানা যায়, উপজেলার বিবির হাট বাজারের উত্তর পাশে কে.এম. টেক নামক স্থানে বেপরোয়া গতিতে ১টি বাস বিপরীত দিক থেকে আসার একটি সিএনজি অটোরিকশাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)