ঊষার আলো ডেক্স : চট্টগ্রামে আবারো একটি বেসরকারি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এবার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ করেই তুলা ভর্তি একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
২০ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। ফলে আগুন ছড়াতে পারেনি এবং তেমন ক্ষতিও হয়নি।
এর আগে, গত ৪ জুন সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরেণে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত কয়েকশত।
(ঊষার আলো-এসএইস)