UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে একদিনে ৭০ জন করোনায় আক্রান্ত

usharalodesk
জুন ৩০, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। তবে এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৫০ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৪, পটিয়ায় ৫, রাউজানে ২ ও হাটহাজারীতে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।এর আগে বুধবার (২৯ জুন) চট্টগ্রামে ৫৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬০৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

ঊষার আলো-এসএ