UsharAlo logo
সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কমেছে করোনার সংক্রমণ

ঊষার আলো
নভেম্বর ৩০, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।বুধবার (৩০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ে থেকে পাঠানো তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮টি ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে ২ জন আক্রান্ত হয় করোনায়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩২ জন।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

ঊষার আলো-এসএ