UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে আগুন

usharalodesk
এপ্রিল ২১, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকায় একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পানিওয়ালাপাড়ায় একটি মশার ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

ঊষার আলো-এসএ