UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে সকল চিকিৎসকের ছুটি বাতিল

pial
জুন ৫, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় দেড় শতাধিক আহত ব্যক্তি ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল গুলোতেও চিকিৎসা দিতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এই কথা জানিয়েছেন। তিনি সব চিকিৎসকদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১০ জন নিহত সহ ২ শতাধিক আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি রয়েছে।

রাসায়নিক দ্রব্য বিস্ফোরণের কারণে বারবার বিস্ফোরিত হচ্ছে কনটেইনার। আগুনের তীব্রতার কারণে কাছে ঘেঁষতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি স্বল্পতার কারণে গত ৮ ঘণ্টারও বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ২৪ টি ইউনিট।

(ঊষার আলো-এসএইস)