UsharAlo logo
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধ ও কাঁচা বাজার ছাড়া সব বন্ধ

usharalodesk
এপ্রিল ২, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ যাবৎ কালের সর্বোচ্চ করোনা শনাক্তের পরদিনই চট্টগ্রামে এলো জেলা প্রশাসনের নতুন নির্দেশনা। সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র ও দোকানপাট। শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে আজ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় দুই হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। যা দেশে করোনা সংক্রমণের পর চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত। এইদিন মৃত্যুও হয়েছে একজনের।

(ঊষার আলো-এমএনএস)