ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামে বৃহস্পতিবার (৫ মে) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল ৭টার দিকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নগরের দুই নাম্বার গেট, বহদ্দারহাট, শুলকবহর, হালিশহর নয়াবাজার ও বাদুরতলা এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন লোকজন।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল হক বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ আর তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে হবে। এছাড়া আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঈদের পরে প্রথম কর্মদিবসে দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী মানুষজনকে। এছাড়া এসময়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে লোকজনকে চলাচল করতে হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের চাকরিজীবী আবদুল্লাহ আল ফারুক বলেন, সকালে অফিস যাওয়ার সময় দুই নাম্বার গেট ও বহদ্দারহাট এলাকায় পানি দেখেছি। অনেকক্ষণ অপেক্ষা করে একটি বাস পেয়ে গন্তব্যে এসেছি।
শুলকবহর এলাকার বাসিন্দা পারভেজুর রহমান বলেন, সকালের দিকে কিছুক্ষণের বৃষ্টিতেই পানি জমে গিয়েছিল। জলাবদ্ধতা নিরসনে এতো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার পুরোপুরি সুবিধা পাচ্ছি না। আমরা পানি থেকে মুক্তি চাই।
ঊষার আলো-এসএ