UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ আটক ১

ঊষার আলো
আগস্ট ৪, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমানবন্দর শাখা তাকে আটক করে।আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার আবু তাহেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। দুবাই থেকে আগত বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের সঙ্গে থাকা একটি হাত ব্যাগ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।

তিনি বলেন, ১ কেজি স্বর্ণের মধ্যে ছয়টি স্বর্ণের বার, চুড়ি ও লকেট রয়েছে। জব্দ করা স্বর্ণের অনুমানিক দাম ৭৫ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি।

ঊষার আলো-এসএ