UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত ভ্যানে ছিড়ে পড়লো বিদ্যুতের তার, দুইজনের মৃত্যু

ঊষার আলো
মে ২১, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:ময়মনসিংহে বিদ্যুতের তার ছিড়ে চলন্ত ভ্যানের উপর পড়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।নিহতদের একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। সে চর ঈশ্বরদিয়া হারুন অর রশিদের ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।শনিবার (২১ মে) সকাল ৭ টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়নামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভ্যানগাড়ি চালক একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার পাশের খুঁটি থেকে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ভ্যানগাড়িটি উল্টে যায়। এসময় ভ্যানচালক মিন্টু তারে জড়িয়ে  ছটফট করতে থাকেন।

তাকে বাঁচাতে গিয়ে যাত্রীও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঊষার আলো-এসএ