UsharAlo logo
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

usharalodesk
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁদপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন মিজি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন মিজি বাবুরহাট বাজারের মুদি দোকানি এবং শহরের বাবুরহাট খলিশাডুলি এলাকার মৃত বিল্লাল মিজির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাইকে থাকা তিনজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

বাবুরহাটের ব্যবসায়ী চন্দন দে বলেন, সড়ক দুর্ঘটনায় মুদি দোকানি মনির মিয়াজী ঘটনাস্থলেই মারা গেছেন। আর তার সঙ্গে থাকা দুই বন্ধুকে গুরুতর অবস্থায় স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক বেলাল হোসাইন বলেন, ‘আহত শিহাবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আনার আগেই মনির হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে পাঠানো হবে।

ঊষার আলো-এসএ