UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ঝড়ে হতাহত দু’ভাই

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চাঁদপুরে আঘাত হেনেছ বছরের প্রথম কালবৈশাখী ঝড়। জেলার মতলব উত্তরে ঝড়ের কবলে পড়ে গাছের চাপায় শাহাদাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার ভাই সাব্বির (১৮) গুরুতর আহত হন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহাদাত ও সাব্বির আপন ভাই। তারা মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গ্রামের মো: শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়-বৃষ্টি শুরু হতে দেখে মোটরসাইকেলযোগে তারা দু’ভাই বেলতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলতলী বাজারে তাদের একটি ওয়ার্কশপ রয়েছে। ঝড় দেখে ওয়ার্কশপ বন্ধ করে তারা দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাজারের অদূরে প্রচণ্ড ঝড়ের সময় একটি গাছ উপড়ে নিচে চাপা পড়েন তারা।
স্থানীয়রা দ্রুত তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল হাসান পরীক্ষা-নিরীক্ষার পর শাহাদাতকে মৃত ঘোষণ করেন। সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(ঊষার আলো-এমএনএস)