ঊষার আলো ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে গুপ্টি গ্রামে এঘটনাটি ঘটে।
আগুনে এক সনাতন ধর্মাবলম্বীর বাড়িঘর পুড়ে যায়। হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, গত বুধবার কুমিল্লায় অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর ওইদিন সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ সারা দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির এবং বাড়িঘরে হামলা চালানো হয়।
(ঊ/আ-আরএম)