UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাকৃবি’র আইআইএফএস

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চাকরিরত অবস্থায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত প্রতিষ্ঠান ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। দেড় বছর মেয়াদি পেশাদারি এই ডিগ্রিটি হলো ‘মাস্টার্স ইন সাসটেইনেবল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এতথ্য দেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

তিনি জানান,  তিন সেমিস্টার মেয়াদী কোর্সটিতে ভর্তির জন্য আবেদন গত ২৫ আগস্ট থেকে নেওয়া শুরু হয়েছে ও তা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

১ অক্টোবর থেকে কোর্সটির শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। এ কোর্সে ভর্তির জন্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাকৃবি থেকে বিএসসি বা ডিভিএম ডিগ্রি অথবা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে।

জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ৩ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সাথে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরাও এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এর সাথে কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত মাঠ পর্যায়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এই কোর্সের আসন সংখ্যা ৩০টি। ভর্তি আবেদনের জন্য প্রার্থীরা আইআইএফএসের ওয়েবসাইট www.iifs.bau.edu.bd বিস্তারিত জানতে পারবেন।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, চাকরিজীবীরা যারা পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেননি বা পারেননি মূলত তাদের জন্যই এই পেশাদারি ডিগ্রিটি চালু করা হয়েছে। কিন্তু চাকরি থেকে ছুটি নেওয়া ছাড়াই প্রতি সপ্তাহের শুধুমাত্র শুক্র ও শনিবার এ কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

(ঊষার আলো-এফএসপি)