UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরিপ্রার্থীদের জন্য নতুন ওয়েবসাইট আনল গুগল

pial
মে ২৫, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন একটি ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। মূলত চাকরির সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাৎকারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে।

একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর বাটন প্রেস করবে, তখন গুগল মোট ৬ টি ক্যাটাগরিযুক্ত একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ক্যাটাগরি নির্বাচন করতে পারবে। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলো মূল্যায়ন করা হবে ও ইনসাইট দেখানো হবে। ব্যবহারকারী চাইলে একবারেই সব প্রশ্নের উত্তর দেখতে পারবে।

(ঊষার আলো-এসএইস)