UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চার নম্বরে ব্যাটিং প্রসঙ্গে তামিমের জবাব

pial
জুন ৫, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের একটি মন্তব্যে ঝড় উঠেছে। দলের তারকা ওপেনার তামিম ইকবাল চার নম্বরে নামলে ভালো করবেন- এমন মন্তব্য করেন এ অস্ট্রেলিয়ান কোচ। কিন্তু যদিও নিজের পজিশন বদলাতে রাজি নন তামিম।

শনিবার (৪ জুন) মিরপুরে কোচ জেমি সিডন্স সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে চার নম্বরে সে খুবই ভালো করবে।’

তবে গুরুর কথা মানছেন না শিষ্য। গুলশানে একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখছি না। আমার ক্রিকেট ক্যারিয়ারে গত সতেরো বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি ও যথেষ্ট ভালোও করছি। কাজে চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩৭০টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে আর যেখানে ৪২৮ ইনিংসেই খেলেছেন ওপেনারের ভূমিকায় খেলেছেন তামিম ইকবাল। টেস্টে ১২৮ ইনিংসে ৪৯৮১ ও ওয়ানডেতে ২২৫ ম্যাচে ৭৮২৬ রান করেছেন তামিম। আর টি-টোয়েন্টিতে ৭৮ ইনিংসে ১৭৫৮ রান করেছেন দেশসেরা ওপেনার।

(ঊষার আলো-এফএসপি)