UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাল প্যাকেট করে বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী

pial
জুন ১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবারও বিক্রি করা যাবে না। এর জন্য শিগগিরই একটি আইন করা হবে।’

আজ বুধবার (০১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে তা বিক্রি করে, তারা দেশের বাজার হতে চাল কিনতে পারবেন না। এই সংক্রান্ত একটি আইন করার কাজ চলছে।’

তিনি বলেন, ‘মজুতদার ও সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও কোনো ছাড় পাবে না।’

‘আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কোনো কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের সেটা দেখার দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলাও করা হবে।’

তিনি আরো বলেন, আমরা গত ১২ ঘণ্টায় অনেক কাজ করেছি, আর আরো কাজ করার সুযোগ দিন। এছাড়া কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

বাজার মনিটরিংসহ চালের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ঢাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা যায়।

(ঊষার আলো-এফএসপি)