UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

usharalodesk
জানুয়ারি ৯, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে ডাক্তার জামাল উদ্দিনের বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

বুধবার রাত ১০টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠার দরজার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, কেয়ারটেকার ওহাব মাতুব্বর ২০১৬ সাল থেকে ডাক্তার জামাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। ডাক্তার জামাল উদ্দিন পিজি হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি মারা যাওয়ার পর পরিবার-পরিজন সবাই ঢাকা থাকতেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন।

এ বিষয় সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের চিকিৎসক জালাল উদ্দিন অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝে মধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘ ১০ বছর ধরে বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে সিআইডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি। তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

আমার সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে বিভাগের বিশেষ একটি টিম ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

ঊষার আলো-এসএ