UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাধীন অবস্থায় ১ ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু

pial
জুন ১২, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে এবং বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য গাউসুল আজম মারা গেছেন। রবিবার (১২ জুন) ভোরে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই নিয়ে সীতাকুণ্ড বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জন। আর ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু সংখ্যা বেড়ে হলো ১০ জন।
সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

তিনি জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ছিল।’

গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। দাহ্য পদার্থ থাকায় রাত ১১টার দিকে বেশ কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এসব লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

(ঊষার আলো-এসএইস)