UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য ভারতে ডেপুটি স্পিকার

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিকিৎসার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ভারতে পৌঁছেছেন। আজ বুধবার (১৮ আগস্ট) সকালে বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে গেছেন তিনি। দেশটির ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টায় সংসদ ভবন এলাকার বাসা থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন ডেপুটি স্পিকার। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যশোরের বেনাপোলে পৌঁছন তিনি। সেখান থেকে সকাল ১০টায় সীমান্ত পার হয়ে সড়ক পথে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু (দমদম) বিমানবন্দর যান। সাথে তাঁর দুই মেয়ে ফাহিমা রাব্বী রিটা এবং ফারজানা রাব্বী বুবলী ও জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা ১ মাস ভারতে থাকবেন বলে ডেপুটি স্পিকারের দপ্তর থেকে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)