UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে কঠোর অবস্থানে প্রশাসন, গতি হারাচ্ছে বিক্ষোভ!

pial
নভেম্বর ৩০, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভকারীদেরকে দমাতে মাঠে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বেশ কয়েকটি শহরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাতে কিছুটা হলে হালকা হয়ে গেছে বিক্ষোভ কর্মসূচি।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে দিনের তুলনায় সাংহাই ও বেইজিংয়ে বিক্ষোভ কিছুটা মন্থর হয়ে গেছে।

কয়েকজন বাসিন্দা বিবিসিকে জানান, তাদের ফোন করে অবস্থান জানতে চেয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক কীভাবে তাদের শনাক্ত করেছে, বিষয়টি এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এছাড়াও লোকজনের কাছ থেকে মোবাইল নিয়ে যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোবাইলে ভিপিএন, টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ আছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে।

পশ্চিম চীনের উরুমকি শহরে গেল বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে মোট ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল, কাজে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এরপর হতেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসেন। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে, বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে।

(ঊষার আলো-এফএসপি)