UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনে পায়ুপথে করোনার পরীক্ষা : জাপানের তীব্র নিন্দা

ঊষার আলো
মার্চ ২, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চীনে জাপানি নাগরিকদের পায়ুপথে করোনার পরীক্ষায় তীব্র নিন্দা জানিয়েছেন জাপান সরকার।
জাপানি নাগরিকদেরকে চীনে প্রবেশ করার ক্ষেত্রে অ্যানাল সোয়াব টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করানো হচ্ছে। অবিলম্বে এটি বন্ধের আহ্বান জানিয়েছেন জাপান সরকার। কিন্তু চীনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

জাপানিজ নাগরিকদের অভিযোগ, বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে চীনে ‘অ্যানাল সোয়াব টেস্ট’ অনেকসময় মনস্তাত্তি¡ক সঙ্কট তৈরি করে। গত জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা চালিয়েছে চীন।

এ বিষয়টি নিয়ে জাপানের মন্ত্রীপরিষদের প্রধান কাতসু নবু কাতো জানান, পায়ুপথে করোনা টেস্টের পর মানসিক যন্ত্রণায় ভুগছেন জাপানি নাগরিকেরা দূতাবাসে এমনই অভিযোগ করেছেন। কিন্তু কতজন জাপানি নাগরিককে এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

 

(ঊষার আলো-আরএম)