UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ভয়াবহ ধূলিঝড়ে মৃত্যু ৬, নিখোঁজ ৮১

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়ের মুখোমুখি হয়েছে চীনের রাজধানী বেইজিং। ১৫ মার্চ সোমবারের এই ধূলিঝড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৮১ জন। সোমবার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এই ধূলিঝড় শুরু হয়।
চীনের জাতীয় আবহাওয়া অফিস বলেছে, ধূলোর চাদরে দেশটির উত্তর অঞ্চলের ১২টি প্রদেশ প্রায় ঢেকে যায়। মঙ্গোলিয়া মালভূমি থেকে উড়ে আসে হলুদ বালি এবং ধুলোর ঝড়। শুধু বেইজিং এবং এর আশপাশ নয় হলুদ বালির এই ঝড় ছড়িয়ে পড়ে গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও।
দেশটির আবহাওয়া অফিস সোমবার সকালে ধূলিঝড়ের পূর্বাভাস দেয় এবং ৪ ধাপের সর্তক সংকেতের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ধাপটি জারি করেন। ঝড়টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে।
দেশটির কেন্দ্রীয় অফিসের আবহাওয়াবিদ ঝাইয়ের মতে, পূর্বের ঝূলিঝড়ের সঙ্গে তুলনা করলে এটা অবাক করার মতো ধূলিঝড়। এই ঝড়ের মানে হলো, সামনে চীন আরও কঠিন আবহাওয়া বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
দেশটির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনগণকে নির্মাণাধীন ভবন, বিলবোর্ড, ক্ষণস্থায়ী ভবণ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

(ঊষার আলো-এম.এইচ)