UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের (আলমসাধু) আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১ যুবক। আজ ২৮ মার্চ রোববার সকালে দামুড়হুদা ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আশানুর (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত যুবক জীবন একই গ্রামের জামাত আলীর ছেলে।
স্থানীয়রা বলেছেন, সকালে ডুগডুগি বাজার থেকে সিমেন্টবোঝাই করে আসানুর রহমান দামুড়হুদা গুচ্ছ গ্রামের আবাসনে যাচ্ছিলেন, এর মধ্যে দামুড়হুদা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, সিমেন্টবোঝাই ভ্যানটি বাম সাইড দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ট্রাকটি ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালে ২ জনের মৃত্যু হয় এবং একজন আহত হয়েছেন।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)