UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে বৃদ্ধা আইসোলেশনে

pial
জুন ১০, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে এক বৃদ্ধাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সাথে যোগাযোগ করেছেন সিভিল সার্জন। ইতিমধ্যে তারা নমুনা নিয়েছেন এবং পরীক্ষার পর সঠিক তথ্য জানা যাবে।

পরিবারের দাবি, বিদেশ ফেরত কারোর সাথেই তাদের কোন সংশ্লিষ্টতা নেই। তবুও সতর্কতার জন্য তারা রোগীকে হাসপাতালে রেখেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, বৃহস্পতিবার (৯ জুন) হাত ও পায়ের বিভিন্ন অংশে ফোসকা নিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। বহির্বিভাগে রোগীকে পরীক্ষা করা হয় এবং উপসর্গ দেখে সন্দেহ হলে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিকে খবর দেওয়া হয়।

অসুস্থ বৃদ্ধার স্বজনরা বলেন, কয়েকদিন আগে শরীরের বিভিন্ন অংশে ফোসকা দেখা দেয় ও সারা শরীরে ব্যথা অনুভূত হয়। ফোসকাগুলোতে তরলের উপস্থিতিও টের পান তারা। এই অবস্থা দেখে বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেন পরিবারের লোকজন।

এ খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১০ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে হাসপাতালে এনে আইসোলেশনে রেখেছেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসান বলেন, বিষয়টি জানার সাথে সাথেই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছি। তারা নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে এটি মাঙ্কিপক্স কিনা।

(ঊষার আলো-এসএইস)