UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ঊষার আলো
মে ২০, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গায় হত্যা মামলার মূল আসামি শাকের ও তার চাচাতো ভাই মামুনকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) ভোরে শহরের নূর নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকের নুর নগর এলাকার মৃত সুসাহেব এর ছেলে।
দুপর সাড় ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ শে ফেব্রুয়ারি বাস স্ট্যান্ড এলাকায় নুরনগরের দুষ্কৃতিকারী ও চিহ্নিত সন্ত্রাসী বাকের ও শাকের নামের দু’ভাই একই গ্রামের সাচ্চু নামক এক ব্যক্তিকে গুলি করে গুরুতর জখম করে। ওই ঘটনায় পুলিশি অভিযানে তাৎক্ষণিক বাকেরকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও মূল আসামি শাকের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দীর্ঘসময় পলাতক ছিল।
ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদের এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস টিম আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি শাকের ও তার চাচাতো ভাই মামুন কে জাফরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

ঊষার আলো-এমএনএস)